আমি বড্ড একা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমি
বড্ড একা
অসীম শূন্যতার আঁধারে
কষ্টেরা জমাট বাঁধে পাথরে,
দ্রোহের দহনে পোড়ে আমার হৃদয়;
নিরন্তর ছুটন্ত অষ্টপ্রহরে আমি বড্ড একা।

ফেরারি
কিছু ব্যথা
খুঁজি যার মর্মকথা
পাইনি এখনো আছি সন্ধানে,
জন্মাবধি বুকে নিয়ে একই যন্ত্রণা;
বিরামহীন কষ্টের আদরে আমি বড্ড একা।

অগোছালো
জীবনের বেদনা
সময় নিয়েছে মেনে
অশ্রু জমে বরফ নীরবতা,
অন্ধই বুঝে অন্ধত্বের কতো জ্বালা;
গোছানোর ব্যর্থ প্রয়াসে আমি বড্ড একা।

অনন্ত
বিষাদের ছায়ায়
যতোটা ছিলো বেদনার
ভুলতে পারিনি কিছুই তার,
তবুও নিশ্চুপ কতো নিশির শয়নে;
ফেরারি স্মৃতির ক্রন্দনে আমি বড্ড একা।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।