আমি
প্রতিদিন নতুন করে এই বিভৎস যন্ত্রের মধ্যে নিজেকে ঢুকে যেতে হয়
অদ্ভুত এক নাটকে নিয়মিত অভিনয় করতে হয়
কখনো সত্যিকারের আমি টা দপ করে জ্বলে ওঠে
সমস্ত অভিনীত দৃশ্যকে বিদায় দিয়ে
অসম্ভব কিছু স্বপ্ন দেখে
নিজের মতো করে বাঁচার,
কিন্তু যৌক্তিক চিন্তার কাছে রঙের গোলাম আছে
আর আমি শূণ্য হাতে।
হেরে গেছি, বারবার হেরে গেছি
বিভৎস ঘৃণা এসেছে এই পক্ষপাতী খেলায়
তীব্র প্রতিবাদ করেছি
কিন্তু .. কিন্তু আমি যে আজ পণ্য
কতগুলো মিশ্র ধাতু আর কয়েকটা চতুষ্কোণ কাগজের লোভে আজ আমি পণ্য ।
সুখী ভবিষ্যত আমাকে কিনে নিয়েছে …
আমি বিক্রিত..
Subscribe
Login
0 Comments
Oldest