আসিব হেথা ফিরে
আসিব হেথা ফিরে
হাকিকুর রহমান
আসিব আবার হেথা ফিরে,
কুলুকুলু বওয়া তটিনীর ওই তীরে।।
ওই বেনুবনে মালবিকা হয়ে রইব দুলে,
হৃদয়ের যত ক্লান্তিগুলিকে ভুলে।
মহীরুহের শাখেতে খাইব দোল,
এতো আমার শস্য-শ্যামলা বাংলা মায়ের কোল।
অপরাজিতার রেণু মাখিব সারা গায়ে,
উজানে বাহিব ভরা পাল তোলা নায়ে।
ঘরের কোণেতে সাঁঝের পিদিমখানি জ্বেলে,
অধীর হয়ে জেগে রবো, আঁখি দু’টি মেলে।
শঙ্খচিল হয়ে ভেসে যাবো নীলিমায়,
রাখালিয়া সুরে মেতে রবো, মাঠের ওই কিনারায়।
আসিব আবার হেথা ফিরে,
কুলুকুলু বওয়া তটিনীর ওই তীরে।।
Subscribe
Login
0 Comments
Oldest