ঈদের আনন্দ উল্লাস

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

শাওয়ালের বাঁকা চাঁদ উঠেছে
দেখো রে ঐ দূর আকাশে,
আনন্দে উল্লাসে বরাত নিয়ে এসেছে।
মুসলিম উম্মার তরে –
সিয়াম সাধনার পরে।
এসেছে আসমানি উপহার নিয়ে,
রহমত মাগফিরাতে – নাযাতে মোনাজাত
এসেছে নিয়ে দেখো নিয়ামত ভরা সালাত।
হৃদয়ে আজ লাগলো আনন্দ
কাটছে না তাই রাত,
সবার মনে একই প্রত্যয়
আসবে কখন প্রভাত।
ছোট – বড় সবাই মিলেমিশে
করছে দেখো আনন্দ,
ঈদ মোবারক – ঈদ মোবারক
বলছে সবাই নেই তার ছন্দ।
ধনী – গরিবের বিভেদ ভুলে
রয়েছে একে অপরের পাশে,
ঈদ আনন্দ নেয় ভাগাভাগি করে
দেখো আনন্দে উল্লাসে।
যাকাত – ফিতরা দানে
করে না কেহ কার্পন্য,
একে অপরের পাশে থেকে
করে তার সৌজন্য।
নানা সাঁজে নানা রঙ্গে
করবে সবাই পোশাক পরিধান,
সব দুঃখ – ব্যাথা ভুলে,
ঈদের আমেজে হবে সবাই নওযোয়ান।
ঈদ নিয়ে আসে আনন্দ
ঈদ নিয়ে আসে খুঁশি
বলছে দেখো তাই বলাবলি,
ত্বরন-যুবক -বৃদ্ধ বলো
আনন্দে করছে সবাই কোলাকুলি।
আজকের এই ঈদ আনন্দ
থাকে যেন অটুট প্রতিদিন,
খোদা তোমার কাছে
রইল প্রার্থনা রেখে তুমি চিরদিন।

২২-০৪-২২
সময় ১০;১৫ রাত্রি
শামছু উদ্দিন হাওলাদার।
বরিশাল,ভোলা, লালমোহন।।

0

Publication author

0
নামঃ-মোঃশামছুউদ্দিন বাচ্চু পিতাঃ-মোঃ নুরুলইসলাম হাং মাতাঃ-রোকেয়া বেগম হাং জন্মগ্রহণ:-বালুরচর ৭নং ওয়ার্ড, কালমা ইউনিয়ন, থানা:-লালমোহন জেলা:-ভোলা
Comments: 0Publics: 23Registration: 24-01-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।