এইতো… সেদিনের কথা
আলাপেও তুমি , প্রলাপেও তুমি
নিদ্রায় তুমি জাগরণে তুমি,
এই তো সেদিনের কথা
একটা ভুলে ভুলে গেলে সব
আজ অনেক দিন হলো
মোবাইলের পাশে অপেক্ষায় দিন কাটে
রাত্রে মোবাইলটা ফুল সাউন্ডে রাখি
কিন্তু দেখতে দেখতে দশমী – বিজয়া এলো,
মাও বিদায় নিল,কিন্তু তুমি ফিরে এলে না
এত রাগ তোমার – কথায় তোমার ভালোবাসা গুলো।
ঘুম আসে এখন তোমার!
ভাবো এখনও আমারও কি আসে ঘুম, রাতে;
………. কোথায় আসে ঘুম !
অন্ধকার আরো বেশি গাঢ় আরও বেশিই কঠিন তোমাক ছাড়া।
Subscribe
Login
0 Comments
Oldest