এই পথে কাঁটা আছে
খুব সহজেই মেরে ফেলতে পারো আমারে
অবজ্ঞার বিষে দংশিলে যারে
দুঃখের সরোবরে যে ফুল ফুটেছে অনাচারে
কীভাবে আলো জ্বালাবে অন্ধকারে
যদি বিছিয়েই রাখো মরণকাঠি পথের ধারে
জীবনপ্রবাহ থেমেই থাকবে রুদ্ধদ্বারে।
নিত্য আমি আগ্নেয়াদ্রি দেখেছি মনের কারাগারে
অবিরত লাভা ঝরে নির্বিকারে
বুঝবে সেদিন ঝরবে যেদিন আপন পরিবারে
যেমন করে ঘূর্ণিপাক একাধারে
অর্ণবের উত্তাল তরঙ্গে আছড়ে পড়ে কিনারে
একটু ভেবো কাঙালের অগ্রাধিকারে।
তাকিয়ে দেখো দু’নয়নে কত প্রাণ অর্ধাহারে
ফুটপাতে ঘুমন্ত কাতারে কাতারে
কত প্রাণ জীবনসংগ্রামের এই নিঠুর সংসারে
ক্ষুধার জ্বালা সইছে অনাহারে
অন্তত মৌলিক অধিকারটুকুই দাও নিঃস্ব জনতারে
তবেই ভক্তি করবে তোমারে।