এক গুচ্ছ কামিনী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

এখনি যেও না চলে
একটু দাড়াও হে রমনী,
ভালোবেসে হাতে দেব তুলে
এক গুচ্ছ কামিনী।

এখনি যেও না ফেলে
নামবে হৃদয়ে যামিনী,
মাত্র সবে তো এলে
প্রিয়া অমার সজনী।

তুমি পাশে আছো বলে
মুখরিত লাগে এই ধরণী,
সুগন্ধ বাগিচায় ফুলে
সুবাস বিলায় চামেলী।

তুমি পাশে আছো বলে
আলোকিত এই রজনী,
জোছনা বিলায় চাঁদ
ভুবন ভোলানো চাঁদনি।

তুমি পাশে আছো বলে
ফুটে আছে কত ফুল!
প্রাণবন্ত আছে মালা
সুবাস বিলায় বকুল।

এখনি যেও না চলে..
খোপায় গুঁজে দেব ফুল,
তোমায় সাজিয়ে দেব ফুলে
কানেতে পরাবো ফুলের দুল।

 

[১৬ই বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ]

0

Publication author

0
ইউসুফ জামিল (জন্ম: ডিসেম্বর ৩০, ১৯৯৭) একজন বাংলাদেশী কবি ও লেখক। তিনি ঢাকা বিভাগের অন্তর্গত গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার প্রথম কাব্যগ্রন্থ "বেলা অবেলার কথাকলি" ওপার বাংলা থেকে লেখক ও পরমাণু গবেষক ড. সীতাংশু শেখর বিশ্বাস এর সাথে যৌথ ভাবে প্রকাশিত হয়।
Comments: 1Publics: 17Registration: 10-08-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।