প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

এখুনি যা ঘটলো
বিমল মণ্ডল

অথচ সত্তর দিন কেটে গেল
আবহমান ন্যায্য চাকরির দাবিতে
পাশাপাশি সূর্য ও চাঁদের চোখে জল আসে
প্রিয়জন, পরিবার দূরে দূরে দাঁড়িয়ে
দেখছে উচ্চ শিক্ষিত ছেলে মেয়েদের
হাত- পা বেঁধে টেনে নিয়ে যাচ্ছে
বাবুদের সাজানো উঠানে
যেখানে বাবুরা আয়েস করছে বসে
চেনা অচেনার ভীড়ে শাসকের শাসন জেরবার
মেয়েদের হাত – পা ধরে টেনে নিয়ে যাচ্ছে উর্দিপরা পুলিশ
যারা সর্বদা স্তাবক আর গোয়েন্দা গিরি করে
আর অসহায় তরুণ – তরুণীরা
অনাহারে বুকে ব্যথা নিয়ে ন্যায় সংগ্রামেও
জেলে বসে কাঁদে।

0

Publication author

0
জন্ম ১০ই ফেব্রুয়ারি খেজুরী থানার অন্তর্ভুক্ত -চৌদ্দচুলী গ্রামে।মা-ই হল জীবনদর্শন। ছোট থেকেই পড়া ও লেখার প্রতি ঝোঁক। অর্পণ, ফিরে পাওয়া কবিতা, বিশ্বাসের চুপকথা, ভোরের দরজা ঠেলে ইত্যাদি কাব্যগ্রন্থ প্রকাশিত। অঙ্কুরীশা সাহিত্য পত্রিকার সম্পাদক।
Comments: 0Publics: 18Registration: 15-06-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।