এখুনি যা ঘটলো
এখুনি যা ঘটলো
বিমল মণ্ডল
অথচ সত্তর দিন কেটে গেল
আবহমান ন্যায্য চাকরির দাবিতে
পাশাপাশি সূর্য ও চাঁদের চোখে জল আসে
প্রিয়জন, পরিবার দূরে দূরে দাঁড়িয়ে
দেখছে উচ্চ শিক্ষিত ছেলে মেয়েদের
হাত- পা বেঁধে টেনে নিয়ে যাচ্ছে
বাবুদের সাজানো উঠানে
যেখানে বাবুরা আয়েস করছে বসে
চেনা অচেনার ভীড়ে শাসকের শাসন জেরবার
মেয়েদের হাত – পা ধরে টেনে নিয়ে যাচ্ছে উর্দিপরা পুলিশ
যারা সর্বদা স্তাবক আর গোয়েন্দা গিরি করে
আর অসহায় তরুণ – তরুণীরা
অনাহারে বুকে ব্যথা নিয়ে ন্যায় সংগ্রামেও
জেলে বসে কাঁদে।
Subscribe
Login
0 Comments
Oldest