এ আশ্রম আমার ঘর
এ আশ্রম আমার ঘর
*****************
সোমনাথ মণ্ডল (কবি সোম)
হ্যালো……..
আমি মা বলছি!
তুই ভালো আছিস খোকা।
বৌমা, দাদুভাই ভালো আছে?
আমি? আমি ভালো আছি রে,
খুব ভালো আছি!
এখানে সবাই আমার খুব আপন হয়েছে,
হয়তো রক্তের সম্পর্ক নেই কারো সাথে,
তবে এরা কেউ নয় আমার পর।
এ কোনো আশ্রম নয়রে খোকা!
এ আশ্রম আমার আবাস বাড়ি, এ আমার ঘর।
সকালে গাছে গাছে পাখিরা,
কিচিরমিচির রবে ডেকে ওঠে।
পুব আকাশে সোনার রবি ঝলমলে আলো ছড়িয়ে দেয়।
দু’তালার জানালা থেকে রোদ এসে পড়ে,
আমার এই একলা থাকার বন্ধ ঘরে।
সুগন্ধি সব ফুলে বাগান ভরা,
দেখলে দু’চোখ জুড়িয়ে আসে!
ব্যালকনিতে চেয়ারে বসে,
রাতের আকাশে চাঁদ তারাদের দেখতে পাই!
কি মধুর ঠান্ডা বাতাস বয়।
শুনলি আমার কথা?
আমি খুব ভালো আছি রে!
তোর আমেরিকায় এমন সব নেই!
আমি খুব ভালো আছি, খুব ভালো……..
তবে,তোকে দাদুভাই আর বৌমাকে;
খুব দেখতে ইচ্ছে করে।
বাবার মৃত্যুর পর সেই যে গেলি,
আর ফিরে এলি না।
কেবল ফোনে একটু কথা।
তুই আমার আপন হয়েও;
আজ যেন সত্যি সত্যি হয়েছিস বড় পর!
এখানে এরাই আমার সত্যি আপন,
এ আশ্রম আমার ঘর, এ আশ্রম আমার ঘর।
এ আশ্রম আমার ঘর !!!