এ পৃথিবীর অসুখের সে হয়েছে ওষুধ।

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

হেমন্তের কথা
মনে এলে অকালে কি‌ যেন মনে হয়।
জীবন কত সুখের
যতই না পৃথিবীর অসুখ বাড়ে ক্ষয়ে যাওয়া,
ও পাড়ায় আগে যেখানে থাকতাম
ভাব করতে এসেছিল ভবিষ্যত!
নরম শিশুর গাল
আর রৌদ্দুরে ছোটাছুটি তার।
হেমন্ত ঐ শিশুর মত,
যে আর বড় হয়না কোনদিন!
ছেড়ে এসেছি ও পাড়া এখন
এ পাড়ার বাতিক রঙিন!
তবু হেমন্ত আসে যখন
ও পাড়ায় আবার একইভাবে ফেরৎ,
যদিও শিশুর রৌদ্দুরে ছোটাছুটি
এখন হয়েছে কিঞ্চিৎ ধূসর।
তবু সেই নরম গালের মত
মনে রেখে হেমন্ত
গুটি, গুটি পায়ে হাতছানি দেয়,
এ পৃথিবীর অসুখের সে হয়েছে ওষুধ।

0

Publication author

1
From durgapur, burdwan
Comments: 0Publics: 232Registration: 20-07-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।