ওরা সর্বহারা – সুজয় বর্মন
দুঃখে যাদের জীবন গড়া
দুঃখ তাদের সাথী ,
আসে না কেউ তাদের পাশে
জ্বালাতে সুখের বাতি ।
সুখের পরশ পায়নি যারা
এই পৃথিবীতে এসে ,
আপন করে নেয় না কেউ
আদর ভালোবেসে ।
ভালোবাসা স্নেহ পায়নি তারা
স্নেহ প্রতির কাঙাল ওরা ,
ওরা সর্বহারা।
ওদের কথা ভাবতে হবে ,
দেশ তবে এগোবে।
Subscribe
Login
0 Comments
Oldest