ও আমাকে ভালোবাসে
ও আমাকে ভালোবাসে
ভালোবাসে এতটাই যে
সে তার বাবা মা ঘরবাড়ি ছেড়ে আসে আমার ঘরে
মাত্র আঠারো বছর বয়সে ।
ও আমাকে ভালোবাসে
তাই তো তার নামের পদবি মুছে দিয়ে
আমাকে মনে প্রাণে গ্রহণ করেছে নির্দ্বিধায় ।
অফিস থেকে ফিরতে বিলম্ব দেখে সে বিচলিত হয়
রাত জেগে বসে থাকে ভাতের টেবিলে
অথবা ঝড় বৃষ্টিতে !
ও আমাকে ভালোবাসে
তাই তো দশ মাস দশ দিন পেটে রাখে আমার বংশ ।
সে কবে ভুলে গেছে তার সকল সুখ,সকল চাওয়া পাওয়া,তার পিতৃ আদর ।
ও আমাকে ভালোবাসে
এই দেখে আমি আজও তার গায়ে হাত উঠালে শব্দ করেনি
চুপ করে সহ্য করেছে,লুকিয়ে লুকিয়ে কেঁদেছে
তারপরও সে আমাকে ভালোবাসে
তারপরও সে আমার জন্য ভাত রাঁধে ভোর বেলা,রাত্রে ।
ও আমাকে ভালোবাসে বলেই তো
প্রতি পরবে তার একটি কাপড়েই বছর কাটে
বিলাসি খাবার আবদার করেনি কখনও ।
ও আমাকে ভালোবাসে
কারণ ও শুধু আমাকে ভালোবাসতেই জানে ।