ও আমাকে ভালোবাসে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

 

 

ও আমাকে ভালোবাসে
ভালোবাসে এতটাই যে
সে তার বাবা মা ঘরবাড়ি ছেড়ে আসে আমার ঘরে
মাত্র আঠারো বছর বয়সে ।
ও আমাকে ভালোবাসে
তাই তো তার নামের পদবি মুছে দিয়ে
আমাকে মনে প্রাণে গ্রহণ করেছে নির্দ্বিধায় ।
অফিস থেকে ফিরতে বিলম্ব দেখে সে বিচলিত হয়
রাত জেগে বসে থাকে ভাতের টেবিলে
অথবা ঝড় বৃষ্টিতে !
ও আমাকে ভালোবাসে
তাই তো দশ মাস দশ দিন পেটে রাখে আমার বংশ ।
সে কবে ভুলে গেছে তার সকল সুখ,সকল চাওয়া পাওয়া,তার পিতৃ আদর ।
ও আমাকে ভালোবাসে
এই দেখে আমি আজও তার গায়ে হাত উঠালে শব্দ করেনি
চুপ করে সহ্য করেছে,লুকিয়ে লুকিয়ে কেঁদেছে
তারপরও সে আমাকে ভালোবাসে
তারপরও সে আমার জন্য ভাত রাঁধে ভোর বেলা,রাত্রে ।
ও আমাকে ভালোবাসে বলেই তো
প্রতি পরবে তার একটি কাপড়েই বছর কাটে
বিলাসি খাবার আবদার করেনি কখনও ।
ও আমাকে ভালোবাসে
কারণ ও শুধু আমাকে ভালোবাসতেই জানে ।

0

Publication author

0
আমি একজন এমবিবিএস এর ছাত্র । ছোটবেলা থেকেই বাংলা কবিতা গল্প আমার মন টানে । মূলত কবিতা লিখি,সেই সঙ্গে লিখি গল্প ও ছোটগল্প । ২০১১ সালে স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত প্রথম কবিতা 'একদিন' । ইতিমধ্যে গত বছর ২০২০ সালে ঈদ উৎসবে আমার প্রথম প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ "সবুজ পাতার খাম" । ২০২১ কলকাতা বইমেলা উপলক্ষে আরো একটি প্রকাশিতব্য কবিতার বই "কবিতায় কেন আমি" মুক্তির পথে ।
Comments: 0Publics: 1Registration: 05-03-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।