“কণ্ঠস্বর” ! -মোঃ রহমত আলী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

“কণ্ঠস্বর” !
==========
মোঃ রহমত আলী
===============
তুমি কি ! করে বলো
আমি সর্ব মানে পরিপূর্ণ।
হয়তো তুমি ধার নিয়েছো
কারো পণ্য, নয়তো বুঝি তুমি,
চুরি করেছো কারও অন্য।
তাহলে তোমরা বড় বড়
দানবে, কি করে ! হবে আর ধন্য।
কখনো আবার তুমি,
এক অসহায় কে ডেকে শুনায়ে
দিলে আশা বাণী লম্বা করে,
আবার একদা সুযোগ বুঝে
হতাশ গ্রস্ত কে
করে দেলে কুরবানী।

তুমি কি ! ভেবে দেখেছো,
কভু অর্থহীন এ সারা তবো
এক জীবনের সংগ্রহের সাধন।
তবে কেমনে তোমরা,
কিছু এক জন-সভে
মানবের সনে মানবতার
ব্যবহারে করছো বে-ধরন,
অভি নামের লাগি
তোমরা সবে শুনিলে না শুনেও
সেই সব সে, সে,
এক-এক বঞ্চিত জনতার
হতদরিদ্রোর দরদ।

তুমি কি ! শুনেছো কভু
ঐ বোবা কণ্ঠের ক্রন্দন,
যাদের স্বর কোন সভ্য
করিতে চাহেনা সহজেই শ্রবণ,
সমানে-সমান -সমো
মানবের কণ্ঠ, তবে কেন ?
মানবেতর এক অন্ধকার
কাফনে লুকায়িত স্বর অপূর্ণ !

===২৫-০৫-২০১১===

0

Publication author

offline 2 years

mdrahmatali

2
আস্সালামুআলাইকুম
mdrahmatali566.blogspot.com
Comments: 5Publics: 47Registration: 04-01-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।