কবিতাটির এখনো জন্ম হয়নি
কবিতা : অনাগত কবিতার কথা
আমার অপ্রকাশিত কবিতাটির এখনো জন্ম হয়নি।
বিষন্নতায় ঘেরা একটি অপ্রকাশিত কবিতা,
সঠিক শব্দ চয়ন আর রুচিশীল অলংকারের বেশ অভাব রয়েছে।
— শুধুমাত্র সময়ের অপেক্ষায় আছি।
এখন আমি বড্ড একা,
একা আমি সেই অপ্রকাশিত কবিতার মতোই।
বিষন্নতার রেশ কেটে,
কোনো একদিন সুখের নদীতে পাল তোলা নৌকার মতো গতিশীল হয়ে;
কবিতাটি প্রকাশ হবে সবার জন্যে।
আপাতত,
কবিতাটি একা, ঠিক আমার মতোই।
কবিতাটির এখনো জন্ম হয়নি,
জন্ম হবে এক দিন।
এই আধার রাত্রি শেষ করে,
জানান দিবে ভোরের নতুন সূর্যের মতোই
প্রাকাশিত হবে কবিতাটি সবার মাঝে।
প্রকাশ হবে কবিতাটি,
সবুজ ঘাসের শীর্ষে জমে থাকা শিশিরের বিন্দু,
মিটমিট হিরের কনার মতো করেই
কবিতাটি প্রকাশিত হবে।
কবিতাটির জন্ম হয়নি এখনো,
প্রেম – ভালবাসা, আদর-স্নেহের বেশ অভাব রয়েছে।
সব পিছুটানের অবসান কাটিয়ে,
কবিতাটি প্রকাশ পাবে একদিন তোমাদের মাঝে।
কবিতা সাহস, কবিতা অস্ত্র;
কবিতা বিদ্রোহ, কবিতা দুর্বিষহ,
কবিতা প্রেম, কবিতা মোহ।
কবিতা আদি, কবিতা অন্ত;
কবিতা কখনো হয় না ক্ষেন্ত।
আপাতত,
কবিতাটির জন্ম হয়নি,
সঠিক শব্দ চয়নের অভাবে কবিতাটি এখনকার মতো ব্যর্থ।
নিত্য নতুন উপাধি কিংবা সঠিক উপমানের মিল না রাখতে পারায়,
কবিতাটি এখনকার মতো নিস্তব্ধ।
সত্যি বলছি,
আমার অপ্রকাশিত কবিতাটির এখনো জন্ম হয়নি।
বিষন্নতায় রয়েছে,ঠিক আমারি মতো।