কবিতার সাথে থাকি সত্যের সাথে থাকি
সব সত্যকে তো আর বলা য়ায় না বোকা, পাগল কিংবা
মাতালের মতো। কেননা, সমুদয় অপ্রিয় ফলাফল হজম করার মতো
দুঃসাহসী আমিতো নই। কিন্তু, বলতে তো হবেই; অনেকটা দায়ভার
বারুদের মতো উসকে দেয় কিনা আমাকে! তাই সত্যকে খোলস পরাই;
রং করা খোলস, কখনো বিদ্ঘুটে। ছদ্মবেশী রূপকের আড়ালে
দিব্য চালান করে দেই। এটা নাজায়েজ নয়।
কিন্তু, সকলেই তো খোলস ভাঙতে পারে না। সকলের কি আর
এমন দন্ত-নখর থাকে! তাই রীতিমতো থাকি নির্ভার।
এটুকুই শান্তি আমার। শান্তিপ্রিয় মানুষ আমি, কেন অশান্তির আগুনে
সাধ করে পুড়বো, আমিতো রীতিমতো কবিতার সাথে থাকি।
Subscribe
Login
0 Comments
Oldest