আমার পরিচয়
–: আমার পরিচয় :–
> নূর মোহাম্মদ <
নামটি আমার নূর মোহাম্মদ
থানা বিরামপুর ,
রংপুর বিভাগের অধীনে
জেলা দিনাজপুর ।
কর্ম সূত্রে থাকি আমি
জেলা পিরোজপুর ,
আপন জেলা থেকে যে তা
অনেক অনেক দূর ।
পেশায় একজন শিক্ষক আমি
পদে প্রভাষক ,
কাজের ফাঁকে লেখালেখি
আমার বিশেষ শখ ।
কবিতা আড্ডায় এসে আমি
লেখার সুযোগ পাই ,
ভাল যেন লিখতে পারি
সবার দোয়া চাই ।
পাঠক লেখক কর্তৃপক্ষ
আজ ওয়াদা করি
এই ত্রিভুজ বন্ধনটাকে
শক্ত করে গড়ি ।
কী চমৎকার কী যে মজার
কবিতা আসর এই ,
এখানে সব লেখা আমার
প্রকাশ করে দেই ।
Subscribe
Login
0 Comments
Oldest