কবিতা মিথ্যে বলে
এই সবে মাত্র দেখে এলাম
মুঠোখোলা আকাশ। আদুল দূর্বাঘাস।
গাছগাছালির আহ্লাদী নাচ। স্রোতস্বিনীর স্রোত বিলাস।
খেটে খাওয়া মানুষের ঢল। মাঠ ঘাট। প্রকৃতির প্রাবর।
মাটির গভীর ভেঙে ভেঙে তুলে আনা অন্বিষ্ট পাথর।
কষ্টে সৃষ্টে নির্বিশেষে
ভোর রাতে শুনে শুনে কণ্ঠস্থ করে এলাম
পাখির শিসে
ধানের শীষে
শীতের শিরীষে
অরণ্যখোলা বাতাসের কণ্ঠে শব্দের প্রবঞ্ছপাঠ।
তুলে নিলাম আগ্রহে
খেলাচ্ছলে নিপাট কোঁচায় নির্নিমেষে ছায়া মাথায়।
বোধিবৃক্ষের দু’চোখের তলে
একদিন নিবিড় উদ্ধৃতি গুছিয়ে কবিতা লিখবো বলে
উদ্বাস্তু জীবন ঘরবাঁধার সত্যিটুকু মিথ্যে সংসার বলে।
Subscribe
Login
0 Comments
Oldest