কবিতা – সম্পুরক সম্পর্ক
সম্পূরক সম্পর্ক
,,,,,, আহমেত কামাল
ঝুঁকে থাকা বৃক্ষে
উদ্বেলিত কাক। শালিক দম্পতি।
উঠোনের রোদে রোদে
জামাই পিঠায়
হেসে উঠছে আমাদের শুক্রবার।
লাল লাল রোদে
গেরুয়া রঙের মানুষ। হেঁটে যাচ্ছে পারিবারিক অসন্তুষ্টি নিয়ে।
ওরা জানেই না ওদের পিছনে দাঁড়িয়ে দারুণ এক বছর’২০২২’
সূর্য বর্ডার ক্রোস করলেই
হেসে উঠবে -পুরো পৃথিবী ‘২০২২ সম্পূরক সম্পর্ক নিয়ে’
,,,,,,
Subscribe
Login
0 Comments
Oldest