কবি গুন
শুদ্ধ কবি;লেখক তুমি
হতে যদি চাও,
বাড়তি পড়ার পাশাপাশি
কাব্য পড়ে যাও।
অনেক বেশি পড়ো তুমি
বুঝাও বুঝো কম,
পড়ার মাঝেই লিখতে হবে
হঠাও হাতের যম।
লেখক যদি হবে তুমি
আগে পাঠক হও,
পাঠক যদি না হও আগে
লেখক তুমি নও।
পড়ার গতি বাড়লে তোমার
লেখায় থাকবে মান,
পাঠক সবাই শিখতে পারবে
অজানা সব জ্ঞান।
পৃথিবীর যত জ্ঞানীগুণী
দেখো চেয়ে ভাই,
বই পড়েছে বলেই তারা
বড় হয়েছে তাই।
Subscribe
Login
0 Comments
Oldest