কল্পিত মুখ
কল্পিত মুখ
——- রুদ্র কাওসার
কল্পিত একটি মুখ,
দেখি বার বার —
ঘরে বাইরে দেয়ালের,
ওই রঙচটা কনক্রিটে–
অফিসে কি়ংবা রেস্তোরাঁ’র,
সাদা কালো টেবিলের —
এপাশে বসে হটাৎ!
মনে হয় তুমি–
পাশে বসে বলছ!
এই খেয়ে নাও-
ঠান্ডা হয়ে গেলো!
খেয়ালের দরজা খুলে –
দেখি কোথাও নেই,
তুমি নামের অস্তিত্ব!
বাস্তবের রঙ্গ মঞ্চে –
তবুও কেন আমি,
খেয়ালে ডুবে যাই –
একবার নয় বহুবার!
আজও এই সন্ধ্যায়,
তোমার কথা ভেবে –
আনমনে নিজেকে হারাই,
কল্পনার অসীম জগতের!
সহস্র নক্ষত্রের ভিড়ে-
খুঁজে চলেছি তোমাকে!
Subscribe
Login
0 Comments
Oldest