কল্পিত মুখ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কল্পিত মুখ
——- রুদ্র কাওসার
কল্পিত একটি মুখ,
দেখি বার বার —
ঘরে বাইরে দেয়ালের,
ওই রঙচটা কনক্রিটে–
অফিসে কি়ংবা রেস্তোরাঁ’র,
সাদা কালো টেবিলের —
এপাশে বসে হটাৎ!
মনে হয় তুমি–
পাশে বসে বলছ!
এই খেয়ে নাও-
ঠান্ডা হয়ে গেলো!
খেয়ালের দরজা খুলে –
দেখি কোথাও নেই,
তুমি নামের অস্তিত্ব!
বাস্তবের রঙ্গ মঞ্চে –
তবুও কেন আমি,
খেয়ালে ডুবে যাই –
একবার নয় বহুবার!
আজও এই সন্ধ্যায়,
তোমার কথা ভেবে –
আনমনে নিজেকে হারাই,
কল্পনার অসীম জগতের!
সহস্র নক্ষত্রের ভিড়ে-
খুঁজে চলেছি তোমাকে!

0

Publication author

0
"জীবন্ত লাশের গন্ধ সবার নাকে প্রবেশ করে না"
-------- রুদ্র কাওসার
Comments: 0Publics: 63Registration: 21-08-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।