কেনো জানিনা….
কেনো জানিনা, তোমার অনুভূতি জড়ানো আবেশে আবিষ্ট হয়ে তোমার হৃদস্পন্দন শুনতে ইচ্ছে করে।
কেনো জানিনা, তোমাকে খুব ভালোবাসতে ইচ্ছে করে।
জানিনা কেনো, তোমাকে একদিন না দেখলে —
ব্যাকুলতার ঝর্ণা ফল্গুধারার মতো বাধাহীনভাবে
শরীরের প্রতিটি কোষ থেকে বইতে শুরু করে।
কখনও সারস হয়ে তোমার প্রশস্ত নদীচরে বসে—
তোমার মনের ক্যামেরাতে সারাজীবন বন্দী থাকতে ইচ্ছে করে।
কেনো জানিনা তোমার আবেগী সমান্তরাল শব্দগুচ্ছ মনের গভীরতম খনিতে ঢুকে সারা শরীরে শীতলতম দিনের
প্রভাতী রোদের মতো সঞ্জীবনী শক্তির যোগান দেয়।
আতুরে দিনগুলোতে খুব পেতে ইচ্ছে করে —
তোমার সোনালী হাতের উদারতম পরশ।
একলহমায় তোমার কাছে ছুটে যেতে ইচ্ছে করে –
কাতরতম শরীরের চন্চলতম বিন্দুর।
কেনো জানিনা, তোমার হৃদয়ের শান্ত চরাচরে –
যাযাবরের মতো ঘুরে বেড়াতে ইচ্ছে করে।
কেনো জানিনা, জীবন বৃত্তের প্রতিটি অধ্যায়ে—
অনুভূতিপ্রবণ মন শুধু তোমায় খোঁজে……
বাস্তবতার সবটুকুতে কিম্বা প্রতিটি নীরবতার মাঝে।