কে কাকে আর ছেড়ে থাকতে পারে
অষ্টপ্রহর নামগানে,
ভরিয়ে রেখেছি সারাক্ষণ।
শত কৃষ্ণ, রাধা নাম গাইলে,
হয়েছে কুঞ্জধাম।
আমি তোমাকে রেখেছি,
হৃদয়ে, তুলসীতলায়,
ঝরে পড়ছে বসুধারা,
ছন্দ ও বর্ণ -এর মিলন।
যার বহিঃ প্রকাশ,
‘কবিতা’, তুমি কত আপনার।
সন্ধ্যেয়, প্রদীপ,
সাক্ষাৎ তোমার,
ভুলতে পারিনা,
এ মিলন খেলায়,
কবিতা হয়েছো, অবিরাম।
ছেড়ে থাকি কি করে, তোমার নাম-গান।
ছন্দ রূপে কৃষ্ণ,
বর্ণ, সে রাধা,
কে,কাকে আর ছেড়ে থাকতে পারে?
নব, নব ভালোবাসা।
Subscribe
Login
0 Comments
Oldest