কোনো একদিন কলেজে
কোনো একদিন কলেজের করিডোরে
দাঁড়িয়ে আছি বন্ধুস্বজন
দূর আকাশের দিকে তাকিয়ে,
সাদা মেঘ বয়ে চলে যায়
দূর আকাশের দিকে।
শুভ এর পরিচয় ইতিহাসকে জানিয়ে
অনীশের হাতের নাগালে
যুদ্ধের মানচিত্র কে জাগিয়ে
ইন্দ্রজালের প্রায়শ্চিতে।
দেখেছি সায়নের নাম নিয়ে
কত মানুষ এঁকে যায়
নতুন শতাব্দীর মানচিত্র।
বিরহের হৃদয়ে সুখেনের জীবন
কেটে যায় দিনে দিনে।
শহরের পথে আলো জ্বালিয়ে দিপেন্দু
বিষাদের চিরকুট লিখে নক্ষত্রের পতনে।
নতুন পরিচয় জানিয়ে ইন্দ্রজিৎ
স্টেশনের ল্যাম্পপোস্টের নীচে
বেড়ে ওঠে নিস্তব্ধতার রোদ্দুরে।
Subscribe
Login
0 Comments
Oldest