খাঁচা | গীতিকাব্য | শারমিন ইসলাম শর্মি
খাঁচা
-শারমিন ইসলাম শর্মি
খাঁচায় বান্ধিলা যারে পিঞ্জিরায় আপন
শরীল বান্ধিলা, জীবন বান্ধিলা, বান্ধিলা যৌবন।
কিসের জোরে বান্ধো তাহার মন!
তুমি কিসের জোরে বান্ধো তাহার মন।
এতো ক্ষেমতা তোমার আছিলো কোন খানে
মানুষ হইয়া মন বান্ধিবার ঠান লও প্রাণে।
হাসিয়া হাসিয়া এই পাগলীনি কয়
অত্যাচার করো যত পরানে আমার সয়।
জানি বন্ধু জানি তোমার মনের অভিলাষ,
রোষের অনলে পুড়ে তুমি আস্ত জিন্দা লাশ।
যারে দিছো জীবনের সব তারে রাখো কেন দূরে?
আমি ছিলাম দূরের তারা পোড়াও কেনো জ্বরে!
ধুতরো ফুলের সাথে বন্ধু আমার বসবাস
তুমি কেমনে জানবে বন্ধু প্রভু আছেন কোন আবাস।
করো করো যত আছে রোষ তোমার মনে
শরীল পাইবা, যৌবন পাইবা, জীবন পাইবা, মন পাইবা কোন খানে!
বলো মন পাইবা কোন খানে!