খেঁক শিয়ালের অসুখ
খেঁক শিয়ালের ভীষণ অসুখ
সুড়সুড়ি পায় কাঁকে,
বার্তা পেলো নেংটি ইঁদুর
হুক্কি হুয়া ডাকে।
বাঁদর কয় এ কঠিন ব্যামো
সারবে কি না পড়লে কেমো!
বিজ্ঞ হেকিম সাপ নাকি রয়
পাকুড় গাছের ফাঁকে –
বেজি শুধায় ’দেয়নি তো আজ
নস্যি আবার নাকে?’
Subscribe
Login
1 Comment
Oldest