খেজুর গাছের রস
হে শহুরে মানুষ
যখন তুমি বন্দি ব্যস্ততার জেলে
শীতকালে গ্রামে এসো
একটু সময় পেলে।
কুয়াশায় ঢাকা
ছবির মতো আঁকা।
নদীর থেকে পানি তুলে
ঘরে ফিরে নারী
তীরের পাশে দেখতে পাবে
খেজুর গাছের সারি।
ভোর বেলায় লাঙল নিয়ে
ক্ষেতে যায় চাষি
খেজুর গাছের রসের জন্য
গাছে ওঠে গাছি।
খেজুর গাছের তাজা রস
মটকিতে রাখা হয়
সকাল বেলা খেতে মজা
গ্রামের লোকেরা কয়।
রস দিয়ে বানানো হয়
হরেক রকম পিঠা
খেজুর গাছের রসের গুড়
খেতে লাগে মিঠা।
Subscribe
Login
0 Comments
Oldest