গল্পটি মহানাটকীয়
শব্দ আসে, ছন্দ ভাসে, গল্প সাজে;
এরই মাঝে ভালোবাসার সুর বাজে।
নতুন নতুন প্রেমে পড়া,
সেই প্রেমেতে কাব্য করা,
সেই কাব্যে হারিয়ে যাওয়া,
দু’টি মনে দমকা হাওয়া।
গল্পেরা পাখা মেলে,
স্বপ্নেরা জাল বোনে;
তারই মাঝে নতুন স্বপ্ন,
স্বপ্নের মাঝেও স্বপ্ন আসে।
নিদ্রা ভাঙ্গে,
স্বপ্ন ভাঙ্গে,
ভয়াল প্রেমিক আঁতকে ওঠে!
সবই তবে কুয়াশা ছিল,
মিথ্যা স্বপ্নে বিভোর ছিল,
শেকড়েরও শেকড় ছিল!
সবই কি তবে ভ্রম ছিল?
মিথ্যা পিছু-টান ছিল?
ছিলই শুধু মিথ্যা মায়া?
ভালোবাসার পরনে আজ নতুন বেশ,
মহানাটকীয় গল্পটি, হয়েও তবু হলো না শেষ।
Subscribe
Login
0 Comments
Oldest