গিটঠু – অসীম চক্রবর্ত্তী
মেরুদণ্ড বিহীন, আট পা ওয়ালা, গিঁটে ভরা জালে
পেতেছে ফাঁদের, মরণ কল সে, জালের অন্তরালে
বারবার গড়ে, বড্ড নাছোড়ে, হারবার সেতো নয়
নতুন গিটঠু, নতুন ফাঁদের, জালটি অতিশয় ।
মেরুদন্ড বুঝদার, দু পা ওয়ালা, নিজের আয়ুস্কালে
খুলছে গিটের, আলগা বাঁধন, তালে বেতালে
যতো বাঁধে, বাধ যে সাধে, হয়ে যায় ঢিলে
কখনো বা তার ভাগ্যের গিট যায় খুলে
বারবার বাঁধতে যায় সে টেনেটুনে তুলে
জীবনটা নরবড়ে নড়ে ওঠে দুলে ।
দশমাসে জঠরেতে, রাখা থাকে বেঁধে
যে যে যবে আসে ভবে এর পর কেঁদে
সে যে বাঁধন আমরণ অতিশয় শক্ত
স্নেহ মায়া মমতার গিটঠুই পোক্ত ।
শৈশবে শিক্ষার, গেরোখানি মূখ্য
আলগা বাঁধনে, কাঁদনে ভরে ওঠে দুঃখ
শিক্ষার গিট ধরে চায় যারা উঠতে
বাঁধন অটুট রহে হয় নাগো ভুগতে ।
কৈশোরে আবেগের, গিটঠুর গাছাড়া
টের পায় আমরণ ভোগে কচি কাঁচারা ।
প্রতি ধাপে পা যে কাঁপে গিটঠুর মাপে ভুলে
বাধসাধে মন কাঁদে হৃদির হুলুস্থূলে ।
যৌবনে ব্যাকুলতা, অস্থিরের গেরোটা
আলগা করেছে যে তার বেজেছে বারোটা
চঞ্চলে পড়ে পিছলে সংগ্রামের চাতালে
খুড়িয়ে জীবন ভর সমৃদ্ধির আড়ালে ।
বার্ধক্যের অসহায়, করুণার ঢিলে গেরো
কিছু ভুলে শুধু মেলে কটুকথা শুধু রূঢ়
ধিরে ধিরে খোলে তারই শ্রদ্ধার শৈথিল্য
যেতে চায় খুলে গিট চিরতরে কৈবল্য ।
তবু দেখো, দুপা ওয়ালা, উদাসীন বন্ধনে
বারবার খোলে তার সব গিটঠু ক্রন্দনে ।।