ছেঁড়া তার..
286 total views , 1 views today
মনে পড়ে , সেই চৌরাস্তা..
যার ঠিক মধ্যিখানে একটা কৃষ্ণচূড়া গাছ ।
মনে পড়ে, তার ফুলে মেখে থাকতো ভালোবাসা,
তার ছায়াতে ভরা থাকতো শান্তি
আচ্ছা তোমার মনে পড়ে,
গাছের তালার সেই বেঞ্চটির কথা।
মনে পড়ে , এই আমার কথা..?
মনে পড়ে না তাইনা…!
তোমার তো কখনো ভুল হয়না ..
তাহলে, কীভাবে ভুলে গেলে সেই একলা গাছকে
কীভাবে ভুলে গেলে, এই “আমি” কে?
নতুন কে নিয়ে যাও ,ওই গাছের তালায় ..
ওর ফুলে কী এখনো পাও সেই ভালোবাসা
ওর ছায়া কী তোমাকে এখনো শান্তি দেয়..
সেই আগের মত!
নাকি, ধূলো জমে গেছে সেই সব স্মৃতিতে..
সেই গাছ, সেই বেঞ্চ, সেই..” আমি” তে..!
এখনো কী মুখ ভর্তি দাড়ি রাখো!
ছোট্ট ছোট্ট গাল ভর্তি দাড়িতে মানায় খুব তোমাকে,
মনে পড়ে, আমি সারাক্ষন হাত বুলাতাম ..
তুমি কী বিরক্ত হতে, আর আমি হাসতাম..
নতুন কী! হাত বুলায় ..সেও কী হাসে..
আচ্ছা,তুমি কী বিরক্ত হও সেই আগের মত!
সেও কী,তোমায় রাগাতে ভালোবাসে..
মনে পড়ে, যখন তুমি রাগতে তোমার নাক লাল হত
আর আমি, তোমার নাক ধরে টিপ দিতাম।
তুমি রেগে অন্য দিকে তাকিয়ে থাকতে..
এখনো রাগলে অন্য দিকে তাকিয়ে থাকো!
নাকি, নতুন জন নরম ঠোঁটের স্পর্শে ..
তোমার সব রাগ শুষে নেয় দুই চোখ বুজে।
তখন কী তোমার মনে পড়ে..
সেই,বৃষ্টি ভেজা চৌরাস্তার ভেজা দুই ঠোঁট..
মনে পড়ে না তাইনা, সব কী আবছায়া হয়েছে!
ছেঁড়া গেছে,সেই অনুভূতির তার..
ছেঁড়া গেছে,তোমার ভালোবাসার রঙিন সুতো,
ছেঁড়া গেছে যত স্মৃতি, ছেঁড়া গেছে যত ছোঁয়া
ছেঁড়া গেছে,সেই অনুভূতির “আমি“..
আমি তো পাড়িনি ছিঁড়তে তোমার স্মৃতির সুতো!
আমি তো পাড়িনি ভুলতে আমার “তোমাকে”..
আমি তো পাড়িনি ভুলতে সেই কৃষ্ণচূড়া
সেই অনুভূতির তোমাকে..