জিজীবিষা
যে তোমার পিছু নেয় কখনো দেখেছো ডেকে তাকে ?
এ আড়াল, সে আড়াল, রাজপথ ঘুরে কানাগলি
আলগোছে ফিরে দেখি পিঠ পিছে সেও লেগে থাকে
তুমি যাকে ছায়া ভাবো আমি তাকে জিজীবিষা বলি।
কত কত সভ্যতা পেরিয়েছি ক্লান্ত জয়-ধ্বজা
দেবালয়ে কান পেতে শুনেছি কান্না মাঝ রাতে
দেখেছি কি শান্তিতে ঘুমায় যুদ্ধবাজ রাজা
সে’ও চুপ, মাথা নিচু, পায়চারী একটু তফাতে ।
এখন শোয়ানো আছি কাঠের চিতায় পাশাপাশি
ভাঙছে বাঁশের ঘা’য়ে সু-লালিত নরম শরীর
সে চোখে রেখেছি চোখ, প্রথম ফুটেছে ঠোঁটে হাসি
আগুনে পড়েছে খসে দুজনার মাঝের প্রাচীর ।
Subscribe
Login
0 Comments
Oldest