জেগে থাকে রাত-ভোর আশা
ভালো হয়, যদি একবার
আমাকে ছাড়িয়ে যাও,
তোমাকে দেখি যতবার,
মনে হয় কত দূর্লভ!
এত ক্ষুদ্র স্থান, বর্তমান
তোমাকে ভরাবার নয়,
যদি ছাড়িয়ে যেতে পারো,
সে হবে আমার অহঙ্কার।
বার, বার চেয়ে থাকা,
সে’তো শুধু বসে থাকা হয়।
তোমাকে ওত করে জানা,
সে’তো আমার সাধ্য নয়।
তবে ছাড়িয়ে গেলে পরে
তোমাকে দেখি দূর থেকে।
গিয়েছো তুমি কত বড় স্থানে,
সার্থক হব, আমি সে সময়ে।
দূর্লভেরে জানা, সে’তো
আর শুধু নয়,আমার জানা,
অজানার সান্নিধ্যে থাকা,
জেগে থাকে, রাত ভোর আশা।
Subscribe
Login
0 Comments
Oldest