ডাকচিঠি-১৭
এভাবে কেউ চলে যাওয়ার নাম মুখে আনে না
আমি কবিতা লেখার কবি না হয়েও
কবিতা লিখি। কেনো জানো ?
কারণ এই কবিতায় আমাদের বাঁচতে শেখায়
আর এই বেঁচে থাকার নাম’ই জীবন।
কখনো সত্যের মুখোমুখি দাঁড়িয়ে
কারো চোখের উপর চোখ রেখে
সমস্ত না জানা ভাষা তুলে ধরেছি
প্রেমিক- প্রেমিকাদের জন্য….
আমাদের বিচ্ছেদ ভালোবাসা
এই যে প্রতিটি সবুজ গাছের বেড়ে ওঠা
তবুও নীরবে কেউ কাঁদে আবার কেউ কাঁদতে পারে না
রাত্রি যত গভীর হয়
স্মৃতির অর্বাচীনের পাতায় টান ধরে
যেন দুটি চোখের ভিতর থেকে ফুটন্ত তরল নির্গত হচ্ছে
কারো হৃদয়ে ! আমার হৃদয়ে ! তাদেরও হৃদয়ে !
সমস্ত পুরুষ জাতির একটা করে বিরহ থাকে
নারী জাতির ও তা থাকে তবে কিছুটা কম বা বেশি।
জানা অজানা ইতিহাসের পাতা খুলে
মনে পড়ে যায়
কাদের জন্যেই এ ভালোবাসা !
কাদের জন্য বা বিরহ জ্বালা
তুমি বলে দেয় পৃথিবী
আমরা যাবো কোথায় একলা !!