ডাকচিঠি-২৩
নিভে গেছে রাতের তারা
একান্ত নিভৃতে এসেছি আমি মানুষ হতে
কারা যেন এঁকে দিয়ে গেছে মৃতের নামে বুকের প্রদীপ
মনে হয় লক্ষ জন্ম ধরে রাখতে পারিনি তাঁরে
বুকের ভেতর। সাহারার প্রথম আলো পড়েছিল চোখের কোণে
একটি পূর্ণিমা রাতের হাতছানিতে সাড়া পাওয়া গেছে তাঁরে
আমি পারিনি বলতে তাঁরে
খুঁজতে খুঁজতে হতাশ হয়েছি অনন্তপুরী নৈকট্য
কি বা কাকে বলবো বিরহের বিরুদ্ধে সোচ্চার হওয়া
রাত্রির নিকটে নিস্তব্ধ ধোঁয়াশা জমে জমে ছাই হয়ে যায় হৃদয়।
Subscribe
Login
0 Comments
Oldest