তুমি আমার ভালোবাসা
তুমি আমার আশা, আমার প্রত্যাশা
সকালের শুভ্র রোদের মতো ভালোবাসা।
তুমি আমার জীবনে হয়ে রও অক্ষয়,
তোমায় নিয়ে করবো আমি বিশ্ব জয়,
আমরা বাঁচবো এবং মরবো একসাথে,
কখনো বলোনা বিদায়।
অনেক খুঁজে পেয়েছি আমি সুন্দর একটি হৃদয়,
তোমায় পেয়ে সার্থক আমি,
ধন্য আমার জীবন তব দয়ায়।
ভালোবেসে ভালো রাখো,
তুমি আমার সাথে আজীবন থাকো।
– ১৫.০৯.২০২৩ মিরপুর-১২, ঢাকা, বাংলাদেশ (প্রিয় ”আশা’র” জন্য লেখা)
Subscribe
Login
0 Comments
Oldest