তুমি শব্দের খেলা
নাম ধরে ডাকি
নাম ধরে ডাকি
এবার ডেকেছি ও শুনোছ তুমি
তুমি বলে ডেকে
হয়ে বিস্মিত
তুমি উল্টালে যেই নাম আসে
তোমার ও নাম ফিরে ফিরে আসে।
দুটি অক্ষরে এই যার নাম
দুই অক্ষরে তোমার ও নাম
আমরা দুজনে জোট আছি ঘরে!
তুমি হলে প্রেম এই প্রথমের
নামের কি মিল দুই অক্ষরে
Subscribe
Login
0 Comments
Oldest