তোমারই জন্য
তোমার চোখে হারাই আমি,
স্বপ্নেরা ভাসে আকাশে।
তোমার হাসিতে পাগল হয়ে,
মনে হয় আমি শুধুই ভালোবাসি।
তোমার স্পর্শে হৃদয় জুড়ে,
বাজে ভালোবাসার সুর।
তোমার নামেই গাঁথা হলো,
আমার মনের প্রতিটি নূর।
তুমি আছো, তুমি থাকো,
সারা জীবন আমার পাশে।
তোমার জন্য মন খুলে দিই,
এই হৃদয়ের ভালোবাসা একরাশে।
তুমি যে আমার,
তোমাতে বন্দী প্রেম।
তোমার ছাড়া জীবন বোঝাই,
শুধু শূন্যতার হেম।
তোমারই জন্য, আমার প্রিয়,
তোমাতে আছে মোর বাঁচা।
তোমার সঙ্গেই আমি যেন,
আবার নতুন জীবন গাঁথা।
Subscribe
Login
0 Comments
Oldest