অন্ধকারে, আমি !
এই তো আমি তোমার পায়ের কাছে, হাঁটু গেড়ে,
হাত বাড়ালেই পাবে !
দেখো, খুব সাবধানে ছোঁও,
বড্ডো ধারালো কিনারগুলো, ক্ষয়ে ক্ষয়ে বিপদজনক !
উঁচু মতো ব্যাপারটা নাক,
আর তার নীচে মিথ্যার যন্ত্র
শঠতা আর প্রেমের মন্ত্র একসাথে ওখানেই বাজে !
আরও একটু নীচে একখানি সাদা শ্লেট
নোংরা বিষ মেখে বসে আছে ! কষ্ট !
তুমি নাকি ধুয়ে পরিষ্কার করে দেবে,
চোখ বুঁজে আমি বসে তাই !
তারও নীচে যা যা আছে
সেগুলো সবই বাড়তি, ক্ষুধা আর ক্ষুধায় আগুন
সে আজ না ঘাঁটলেও চলবে !
Subscribe
Login
2 Comments
Oldest