তোমার সাথে দেখা করব – অর্ঘ্যদীপ চক্রবর্তী
তুমি কোথায় থাকো আমায় বলো, মেঘে?
আমি আকাশের সব মেঘ ঝরিয়ে দেব,
তোমার সাথে দেখা করব।
তুমি থাকো কোথায় আমায় বলো, জলে?
আমি সারা বিশ্বের পুকুর-খাল-নদী-সাগর
সব শুষে নেব, তোমার সাথে দেখা করব।
তুমি কোথায় থাকো আমায় বলো, মাটিতে?
আমি এই পৃথিবীর সকল বাড়ি-ঘর-অট্টালিকা-পাহাড়-পর্বত-গাছপালা
উপড়ে ফেলব,
পৃথিবীর এ মাথা থেকে খুঁড়ে খুঁড়ে অন্য মাথা ফুঁড়ে বেরোব,
তোমার সাথে দেখা করব।
তুমি থাকো কোথায় আমায় বলো, বাতাসে?
আমি হাঁ করে সারা জগতের বাতাস গিলে নেব,
ফুসফুসে ঢুকে তোমার সাথে দেখা করব।
তুমি কোথায় থাকো আমায় বলো, আকাশে?
আমি ঈশ্বরের ধ্যানে বসে তাঁকে সন্তুষ্ট করে তোমার সাথে মহাশুন্যে দেখা করব।
তুমি থাকো কোথায় আমায় বলো, আমার মধ্যে?
আমি নিজেকে ভেঙে চুরমার করে দেব,
তোমার সাথে দেখা করব।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৭/০৬/২০২৩
বিকাল, বারুইপুর