দাওহে ভিক্ষা
দাওহে ভিক্ষা, দাও
প্রাণভিক্ষা, ওহে ধরিত্রী
রাখিওনা করে আর পরবাসী-
মরিতেছে দেখো চারিদিকে
সন্তান তব, হয়ে যেনো উপবাসী।
জাগাও ওহে, জাগাও
প্রাণেতে তোমার
মোদের তরে তব মায়া-
চাইযে পেতে পরিত্রাণ
এই বিভীষিকা থেকে
জীর্ণ হয়েছে যে মোদের কায়া।
(করোনাকালে লেখা।)
Subscribe
Login
0 Comments
Oldest