ধোঁয়াশা
ধোঁয়াশা
-ভাস্কর পাল
ঐ যে হলো নতুন সকাল
এলো নতুন নতুন নবাগতদের ডাক;
শহরেও অবশেষে নিকেষ কালো অন্ধকার
দিনের আলোয় ধোঁয়াশা ঘেরা অন্ধকারতা ছেয়েছি।
সুবাশিত গোলাপের পাঁপড়িতে অজস্র কীট
ঘ্রান পেতে বৃদ্ভ্রান্ত সব পথিক,
অপ্রাপ্তির কালো ছায়া ঘিরে
ধোঁয়াশা ভরা আকাশ জুড়ে।
জ্বলন্ত চিতার আগুনের পিছে
মিলিয়ে গেছে অজস্র প্রাণ;
ধোঁয়ায় দূষিত এ জগৎ জুড়ে
সবুজের আভা প্রলেপিত, ধোঁয়াশার কবলে।
চোখের সামনে অন্ধকার নেমেছে
দিনের আলোয় এ ভুবন জুড়ে;
কত সব স্বপ্ন গুচ্ছ গুচ্ছ-
ধোঁয়াশার চাদরে সব নিরুদ্দেশ।।
Subscribe
Login
0 Comments
Oldest