পুরাতন ভৃত্য

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

পুরাতন ভৃত্য
হাকিকুর রহমান

বাজাও! তবলাখানা বাজাও-
ওহে তবলচি, থামলে কেনো? বাজাও।
ভৈরবী, খাম্বাজ, তিলক কামোদ রাগে
হৃদয়ে নিকি, আসরন, জিন্নাত, হিঙ্গুলা জাগে
লয়ে লয়ে হ’তে চাই অতি মুগ্ধ
পরাণটা হোকনা আরও একটু পরিশুদ্ধ।

রাধো! আরও বেশী করে রাধো-
ওহে বাবুর্চি, যাচ্ছো কোথায়? থামো।
খেতে চাই পায়েশ, সালওয়া, মান্না
বেশী করে রাধো যাতে পড়ে টান না
খেতে চাই নুলো ডুবিয়ে আরও
রেধে যাও যতো তুমি পারও।

নাচাও! আমারে আরও নাচাও-
ওহে নৃত্যকর, পালাও কেনো? আরও নাচাও।
হোক না তা চৌতাল, সুরফাঁক, বিষম পদী
নেচে যেতে চাই আমি আমৃত্যু অবধি
নাচিয়ে হবার নামটাকে সাথে নিয়ে
হয়তোবা হবে দেখা অন্য কোনও মাত্রায় গিয়ে।

হাভাতে পদবীটাকে আমি খন্ডাতে চাই
তাইতো দাদরা, কাহারবার তালে আবারও গাই
সাথে চলে নানাবিধ লয়েতে নৃত্য
ওহে বনমালি, আমি তো তোমার অতি পুরাতন ভৃত্য।

0

Publication author

1
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে