ধ্বংসের আঁচ – অসীম চক্রবর্ত্তী
ঐ যেন কানে বাজে ধ্বংসের গর্জন
ওহে দুর্জন..
ধ্বংসের লাগি উঠিয়াছো জাগি
পাতিয়াছো অস্ত্রের মায়াজাল
মায়াজালে রুদ্ধ কোটি কোটি দগ্ধ
দিতে হবে দাম দম্ভের চিরকাল
ওহে দুর্জন..
নহে ভবে পড়ে রবে একা নির্জন।
ধারালো প্রযুক্তি চাহে মহাকাশ অধিকার
প্রমত্ত ধ্বংসের আঁচে নিখিলের হাহাকার
চাপা উচ্ছাসে ঘেরা উন্মাদ বড়াই
ইতিহাস গড়িবার এক অদম্য লড়াই
শীঘ্রই দিতে হবে দাম, দম্ভের মুছে নিয়ে নাম
ওহে দুর্জন..
নহে ভবে পড়ে রবে একা নির্জন।
বিদীর্ণ বিধাতার ভাঙিয়া পাঁজর হাড়
বাঁধিয়া জলস্রোত ছেদিয়া ভূধরে তার
বন্য রক্ত চুষে তৃপ্ত মনের স্নান
কাটিয়া অরন্য গাহো মরনের জয়গান।
ওহে দিতে হবে দাম মুছে বদনাম
ওহে দুর্জন..
নহে ভবে পড়ে রবে একা নির্জন।
ওহে প্রলয়ের কান্ডারী
জাগোহে যুগের গান্ধারী
খোলো তব আবৃত আঁখি দুটি
বাঁচিবে শত ও শতকোটি
নিষ্ঠুর ধ্বংসের করো অবসান।
নহে তোমারি ক্ষেত্রে ধ্বংস হানিবে তোমারি মৃত্যুবান।
ওহে দুর্জন..
নহে ভবে পড়ে রবে একা নির্জন।
ঐ যেন কানে বাজে ধ্বংসের গর্জন
ওহে দুর্জন..