নবমীর সন্ধ্যা
আজ কেন জানি না সময় এলো
বৃষ্টিতে ভেজা নবমীর সন্ধ্যায়
এমনিতেই লেখকের সময় কেটে যায়
লেখার খাতায়,মন্ডপ ও প্রতিমা দেখার
সৌভাগ্য হয়ে ওঠে না কখনো;
তবুও বৃষ্টিতে ভেজা পথ
আমাকে টেনে নিয়ে গেলো
মাজদিয়ার বৃষ্টি ভেজা পথে,
আমার ফোনের ক্যামেরায় প্রথম বন্দী
বড় মাঠের সুন্দর মন্ডপ ও প্রতিমা।
হাতে সময় থাকলেও যেতে ইচ্ছে করে না
আজ বৃষ্টি আসলো বলেই মনে টানলো
একবার বৃষ্টি ভেজা খারাপ পথে যেতে,
কেননা বৃষ্টি আমার জীবনের সাথে
ওতপ্রোতভাবে জড়িত,
কারণ মন কে ভরিয়ে তুলতে
একটি মাত্র বৃষ্টিই যথেষ্ট;
তারপর বৃষ্টি ভেজা পথে
একটি মাত্র প্রতিমা দেখলেই
সমস্ত প্রতিমা চলে আসে
আমার কল্পনার জগতে;
যদিও লেখক সবার কথা মেনে চলে।।
১৪/১০/২০২১