নামিদামি” –মোঃ রহমত আলী
নামিদামি –
=============
মোঃ রহমত আলী
=============
আমি নিজেই এক জঙ্গল,
কেমনে হবে কর্ম পূর্ণ মঙ্গল,
ঘাড়ে নেই আর অতীতের লাঙ্গল,
পঙ্খী নাহি হাকে আর কাকতাড়ুয়া।
এখন নব যুগের আওয়াজ,
কিছু উদাহরণ উন্মাদ উচ্ছৃঙ্খল,
একে-ওকে ডাক ঘৃণ্য বিশৃঙ্খল।
আলোর মাঝেই লুকায়িত অন্ধকার,
আবার আঁধার থেকেই বেরিয়ে আসে,
নতুন এক রোজ আলোক আলো।
দাম আছে যার, মান কত তার,
মতের মতামত কে করে যত্নে গ্রহণ।
গুরুর আগে শিষ্য দৌড় দেয় যেমন,
গর্তে পড়ে বাপ ডাকে বাপু তেমন।
আমি এক নিজেই কলঙ্ক মায়ায়,
জীবন চলছে ধোঁকায়-ধোঁয়ায়।
তুলে কে কার, বোঝার বিন্দু ভার,
বোধে-নির্বোধ সেজে দেখে,
বসে হেসে-হেসে মজা তামাশায়।
কান পেতে রই আমি,শুনতে
পাই যদি আওয়াজ কভু মমতায়।
সাধের আহ্লাদ আর ধরে না আবদার,
অকারণ কে কারণ বানিয়ে,
করি কারো কে কার উপকার।
আমার এখন সময় নেই,
বলে যে জন যাকে,সে আবার
কখনো হয় বা তো কারো
অপেক্ষায় পথ চেয়ে থাকে।
সবাই নামি,তবে ভাবো তো দেখি,
কে কত আর মূল দামি ?
১৩.০৩.২০২৩