প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

নারী জাতি এক অবোধ বৃক্ষ,

হয়তো কথাটি রুক্ষ,

কেননা তাহার অভিন লক্ষ্য,

হবে পুরুষের সমকক্ষ।

কিন্তু প্রকৃত অর্থে রমাই শক্তি

পুরুষ তাহার শাখা,

রমার ছায়ায় লভে সে মুক্তি,

রমাই জীবনরেখা।

নারীকে পুরুষ দেয় আশ্লেষ,

বদলে লভে সে প্রাণ,

নারীই সহন করে যত ক্লেশ,

অনুপম অবদান।

পুরুষ ভরায় উপাদানে ঘর,

বামারাই করে সৃষ্টি,

পুরুষটি যদি গ্রীষ্ম প্রখর,

বামাটি তাহলে বৃষ্টি।

মায়ার বাঁধনে শর্বরী বাঁধা,

তাই সে মায়াবতী,

এমন কোনোই শব্দের সুধা

লভে নি পুরুষ জাতি।

প্রমদাটি যেন ঠিক গণপতি

ঘোরে সে মায়ের পাশে,

তথাপি তাহার অসীম তৃপ্তি,

হৃদি ভরে উল্লাসে।

আর পুরুষটি বুঝি কার্তিক সম

পাক দিয়ে ধরণীরে,

হাহুতাশ করেঅন্তর মম

ফিরিতে চাহে না নীড়ে।

আধেক মানবী আধেক সে দেবী,

কাব্যেতে অম্লান,

পুরুষ জীবনে ললনাই কবি,

গাহে জীবনের গান।

নারীই জননী দেবী বসুমতী,

নারীই সৃষ্টি প্রকৃতি,

নারীই নরের জীবনের দ্যুতি,

নারীই শক্তি ধৃতি।

তাই নারীর বিহনে পুরুষ শূন্য,

নারীই নরের ভূষণ,

নারীর পরশে পুরুষ ধন্য,

কোরোনা নারীরে পেষণ।

———————————————

স্বপন চক্রবর্তী।

0

Publication author

1
একটি বহুজাতিক সংস্থায় প্রবন্ধক পদে কর্মরত ছিলাম। ২০১৭ সালে ৬০ বছর বয়সে অবসর নিয়েছি । এখন কবিতা ও গল্প লেখা আমার অবসরের সাথী।
Comments: 0Publics: 25Registration: 26-08-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।