নিজের মুখ
আমাকে অনেক বার আয়নে দেখেছি
একটুও যে সুন্দর লাগেনি আমায়,
মনে মনে ভেবে গেছি সুন্দর হতাম
কত পুষ্পিতারা এসে ডাকতে আমায়।
কেহ ভালো বাসে নাই একটু আমায়
এটাই ছিলো তার মস্ততো কারণ,
কারো হাত ধরে চলা হয়নি আমার
দিনের পরে কেউবা রাখেনি ও খোঁজ
সুন্দর ছিলাম নাতো কারণে বারন।
আমি এমন কেনেই হয়েছি আমার
আমার কথায় আছে বৃষ্টি ভেজা কান্না,
বলতে গেলে ভিজবে প্রথম দুচোখ
নয়তো রাজার পুত্র কোনো হীরা পান্না।
আমার আমিকে সেই আয়নে দেখেছি
একটু সুন্দর তম লাগেনি প্রবণ,
কেনো এত নিচু লাগে জনতার হাঁটে
সহজ সরল বলে আমার জীবন।।
আমি এখন আমার মত ই সুন্দর
রণাঙ্গনে মুগ্ধ নয় সাধারণ ছেলে,
হাজার দুশ্বচিরত্রা ছেলের চাইতে
সুন্দর আমার আমি রয়েছি উৎফুল্লে।