নিরাশ
অনেক কবিতা লিখেছি
কিন্তু, একটাও তোমাকে দেবার মতো নয়,
আসলে ওগুলো সব বাংলা ভাষায় লেখা
একটাও মনের ভাষায় নয়।
এখন মনের ভাষায় লিখতে হলে-
শরীর থেকে মনকে বাইরে আনতে হবে
তারপর, তার ভাষা শিখে তোমার জন্য কবিতা লিখতে হবে,
কিন্তু, মনকে বাইরে আনলে তো আমিই দেহ রাখব,
তাই এ জীবনে আর পূরণ হলো না এই আশাটা।
Subscribe
Login
0 Comments
Oldest