নিশীথ রাতের স্বপ্ন

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

নিশীথ রাতের স্বপ্ন
হাকিকুর রহমান

গৈরিক আলোর বৃত্তে,
রামধনু সাজিলো কি সাজে-
গঙ্গাফড়িং লাফিয়ে বেড়ায়,
একটু নোয়ানো নল খাগড়ার ‘পরে-
সোনা রোদের সাথে খেলা করে,
বিকেল বেলার পাখিগুলো-
দেবদারু বনের হাওয়ার দোলেতে,
দুলিছে চিরহরিৎ পাতা।

পথচারী, কি মোহে থেমে থাকে,
আবার একটু হেঁটে যায়-
অশথ গাছের ছায়ে,
একটু জিড়িয়ে নেয়।

কুলুকুলু বহা নদীটা,
হারিয়ে গিয়েছে কবে কবে-
দূরের দৃশ্যপট ঢেঁকে গেছে,
সাঁঝ বেলাকার আঁধারে।

তবুও, বার বার ফিরে আসা,
ভর নিশীথ রাতের স্বপ্নের মাঝে।

0

Publication author

1
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।