পটেটো ইটার পরিবার (ভিনসেন্ট ভ্যান গঘ স্মরনে)
একসাথে,
রাতের খাবার,
খেতে বসেছে
গ্রাম্য এক পরিবার।
লন্ঠনের,
মৃদু আলোয়,
টেবিলে’র চারপাশে,
ওরা পাঁচজন।
আয়োজন অল্প!
তা হয় হ’ক।
আলুসেদ্ধ খেতে,
আর কি প্রয়োজন?
ফসল তোলার কাজ শেষে,
ক্লান্ত মুখ!
চকচকে কত মহার্ঘ!
সুখে ভরা “রাতের খাবার”।
উছলে ওঠে জীবন,
চুমুক দেয়, সাথে,
ভরা পানপাত্রে,
একটু, একটু করে।
খাদ্য, পানীয়ের,
এতটুকু সমাহার,
রাত্রি শেষে,
সূর্য ওঠার অপেক্ষায়।
এত সুখে থাকা,
ওরা পাঁচজন!
পৃথিবীর এককোনে,
থাকুক’না পড়ে।
অসুখী পৃথিবীর
সম্বিত যদি ফেরে।
আমাদের, যেদিন ফসল,
যাবে ফুরিয়ে।
হয়ত, ‘সুখ’ নামে,
কোন বস্তু, তবে,
অত্যন্ত
অপরিহার্য হলে,
যদি পায়, একদিন,
কেউ খুঁজে,
একটি রাতের,
‘পটেটো ইটার’ পরিবার’কে।