পতিতার কান্না
পতিতার কান্না
হাকিকুর রহমান
যৌবন আশ্রিত বুকে
কি যেন খুঁজে ফেরে, ন্যুজ্ব রাত্রি-
চলে অবলিলায় ভাঙ্গা মনের লেনদেন
সাথে অবরুদ্ধ কায়া।
গবাক্ষে চেয়ে থেকে পুরোনো
হিসেব মেলানোর কি সকরুণ প্রচেষ্টা-
দিবাগত হওয়া স্রোতস্বিনী তমসায় ঘেরা
দিনলিপি! রাতলিপি!
তাতো ঘটমান অতীতের প্রবাহেই ম্রিয়মান।
অসহিষ্ণু বাসনাগুলো কুরে কুরে খায় নিরবধি,
গতিহীনতার ভারসাম্য বজায় রেখে
বুকে হেঁটে চলার কি প্রাণান্তকর প্রয়াস!
নীলাবতী কিম্বা শৈশব
সবই তো ধোঁয়াশায় ঢেঁকে গেছে-
বিষাদের নীলে কান্ডারীবিহীন তরীটারে
আবার বয়ে ফেরা।
ওর মননের-জঠরের-শরীরের কান্না
কেইবা শোনে? আর ওদিকে
দিবসের আলোতেই, মৃত্যুমুখী
পতঙ্গের মতো ফের ধরাশায়ী।